
দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় মদ রাখার অপরাধে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দণ্ডাদেশ প্রদান করেন, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান।
দণ্ডিত ব্যক্তি হলেন, দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের আব্দুল হান্নানের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৪২)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার এসআই শ্রী উত্তম কুমার দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশির সময় আশরাফুল ইসলামের কাছ থেকে একটি প্লাস্টিকের বোতলে প্রায় ৩০০ মিলি মদসহ মদ্যপান করা অবস্থায় তাকে আটক করেন।
পরবর্তীতে দামুড়হুদা বাসট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা
অনুযায়ী ৩০০ টাকা জরিমানা আদায় এবং ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান। দণ্ডপ্রাপ্ত আশরাফুল ইসলামকে পরবর্তীতে চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।