
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মৎস্য অধিদপ্তরের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলার মাছ চাষীদের নিয়ে মাছের স্বাস্থ্য ব্যবস্থাপনা, মাছ ও চিংড়ির রোগবালাই, প্রতিকার ও মাছের নার্সারি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” স্লোগানকে সামনে রেখে উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা ফরহাদুর রেজা। তিনি বলেন, “আমরা মাছে ভাতে বাঙালি। মাছ আমাদের আমিষের বড় একটি উৎস। তাই বেশি বেশি মাছ উৎপাদন করতে হবে।”
এসময় তিনি সমন্বিত মৎস্য উৎপাদন ব্যবস্থাপনা, খাবার ব্যবস্থাপনা, রোগবালাই ও প্রতিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সরোজ কুমার মিস্ত্রি। প্রশিক্ষণে উপজেলার ৪০ জন মাছ চাষী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার।