
দামুড়হুদায় ফসলি জমি রক্ষা ও অবৈধ মাটি উত্তোলন রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে স্কাই ইটভাটার ম্যানেজারের এক মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা এবং অপর মাটি ব্যাবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উবাইদুর রহমান সাহেল।
অভিযানে দামুড়হুদা সদর ইউনিয়নের উজিরপুর এলাকার লক্ষীগাড়ী মাঠে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে উজিরপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে আনারুল ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও ইটের কাঁচামাল হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে পার্শ্ববর্তী কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে স্তূপ করে রাখার অপরাধে স্কাই ইটভাটার ম্যানেজার জয়রামপুর শেখপাড়ার মৃত শেখ আবু বক্করের ছেলে মতিউর রহমান সন্টুকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়। জরিমানার অর্থ তিনি তাৎক্ষণিকভাবে নগদ পরিশোধ করেন। ভ্রাম্যমাণ আদালত শেষে তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা উবাইদুর রহমান সাহেল। এসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।