
দামুড়হুদায় উপজেলার বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় ” কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল। এসময় তিনি উপজেলার বিআইসি ও বিএডিসি সার ডিলারদের উদ্দেশ্যে বলেন একজন প্রকৃতি কৃষক ছাড়া অন্য কোন সার ব্যবসার নামে বালাই নাশক ব্যবসায়ি, রাজনৈতিক দলের নামে, ভূয়া কৃষক সাজিয়ে সিন্ডিকেট করে সার উত্তল করছে এরকম কাউকে এক ছটাক সারও দেওয়া যাবে না। এসব অনিয়ম করে সার দেওয়ার ব্যাপারে আপনারা ডিলারদের সহযোগিতা আছে ইতিমধ্যে তদন্ত করে আমি জানতে পেরেছি। আপনারা ডিলাররা অধিক লাভের আশায় এসব অনিয়ম করছেন। আপনারা ডিলারশীপ চালাতে গিয়ে যদি সরকারি কোন আইন কানুন না মানেন, যেমন সার ডিলারশীপের সাথে বালাইনাশক, তেল ও ফ্লেক্সিলোডসহ অন্য কোন ব্যবসা করা যাবে না। কৃষকদের স্বার্থ রক্ষার্থে আপনাদের শুধু সার বেঁচা বিক্রি করতে হবে। কৃষকদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আপনার সার ডিলারশীপ ব্যবসায় যদি লাভ না থাকে তাহলে ডিলারশীপ ছেড়ে দেন। আমরা প্রশাসন অন্য কাউকে দিয়ে ডিলারশীপ চালাতে পারি কী দেখি। আপনারা ডিলারশীপ ছাড়বেন না আবার অধিক মুনাফা লাভের আশায় কৃষকদের সাথে খারাপ আচরণ করবেন, সরকারি নীতিমালার বাইরে গিয়ে অনিয়ম দুর্নীতি করবেন এব্যাপারে প্রশাসন চুপ করে বসে থাকবে না জেল জরিমানার পাশাপাশি ডিলারশীপ বাতিল করা হবে।
এসময় তিনি আরো বলেন, আপনারা আমার কথায় রাগ করবেন না, আমার কৃষক ভাইদের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে আগামীতে ডিলারদের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে কঠোরভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। যতবড় ক্ষমতায়শালী আপনি হন কেন কোনো সুপারিশ মানা হবে না।বিএডিসি সার ডিলাররা কোন ভাবেই ইউরিয়া সার বিক্রি করতে পারবেন না। বিএডিসি সার ডিলারদের ঘরে ইউরিয়া সার থাকলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে সারগুলো সরিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন। মিটিং পরবর্তীতে অভিযান পরিচালনা করার সময় কোনো সুপারিশ সহ্য করা হবে না।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল-সাবাহ্, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজোহা পলাশ, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াসিন আলী, বিএডিসি সার ডিলার উপজেলা কমিটির সভাপতি আজিজুর রহমান,সাধারণ সম্পাদক আবুজর গিফারীসহ উপজেলার সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ব্লক সুপারভাইজার, বিসিআইসি ও বিএডিসি সার ডিলারগণ।

