
দামুড়হুদায় সোনালী ব্যাংক পিএলসি শাখার "এটিএম বুথ" এর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টার সময় সোনালী ব্যাংকের নীচে এটিএম বুথের উদ্বোধন করা হয়।
চুয়াডাঙ্গা-মেহেরপুর অন্চলে এই প্রথম দামুড়হুদা শাখার এটিএম বুথে সিআরএম মেশিনের মাধ্যমে টাকা জমা এবং উত্তলোন করা যাবে। যাতে ব্যাংকীং সেবার মান আরও উন্নত হয় এবং সাধারণ গ্রাহকের কথা চিন্তা করেই নতুন এটিএম বুথে এমন সংস্কার করা হয়। এর আগে এসব অঞ্চলে শুধু মাত্র এটিএম বুথে টাকা উত্তোলন করা যেতো, কিন্তু এখন থেকে টাকা উত্তোলনের সাথে টাকা জমাও করা যাবে।
দামুড়হুদা সোনালী ব্যাংক পিএলসি শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল লতিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) হারুনূর রশিদ, সিনিয়র অফিসার মন্জুরুল হাসান।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, দামুড়হুদা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাহমিদা রহমান, দামুড়হুদা সোনালী ব্যাংক শাখার প্রিন্সিপাল অফিসার মাহিদুল ইসলাম, সিনিয়র অফিসার আরিফ বিল্লা, সিনিয়র অফিসার (ক্যাশ) সোহেল রানা, অফিসার অমিত কুমার, সাইফুল ইসলাম, অফিসার (ক্যাশ) এসএম মহাসিন কবির, রিগান হোসেন সহ ব্যাংকের সকল স্টাফ, আমন্ত্রীত অতিথি ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।