
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ের আয়োজনে স্কুল মাঠে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তিনি দীর্ঘ ৩৯ বছর ধরে এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সারমিন সেলিনা আজহার। দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র মেজর আল আমিন (বগুড়া), প্রাক্তন শিক্ষার্থী ও দর্শনা সরকারি কলেজের প্রভাষক মুক্তা কর্মকার, প্রাক্তন শিক্ষার্থী রোকনুজ্জামান (ইউ.আর.সি), স্কুলের শিক্ষক ইদ্রিস আলী, জহুরুন নেছা, নাজমা, ইয়াসমিন।
এছাড়া উপস্থিত ছিলেন স্কুল কমিটির সাবেক সভাপতি মিন্টু, কুতুব, রেজাউল, শফিকুল, জুয়েল, সিরাজুল, আকতার, নারান, রিয়া, নাজমা, সেলিনা, সাহিদা, আশরাফ, মমতাজ, সেলিম, শফি, রহমত, আবুল, সেলিম, স্বপ্না বালা সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।


