
দামুড়হুদার হাউলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুরে বিএনপি মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড মহিলা দলের নেত্রী শ্যামলী খাতুন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল ওয়াহেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে তার বিজয় নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে রঘুনাথপুর মহিলা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। সভানেত্রী: শ্যামলী খাতুন, সহসভাপতি: মনিকা খাতুন, সাধারণ সম্পাদক: আরিফা খাতুন, সহ-সম্পাদক: ঝরনা খাতুন, সাংগঠনিক সম্পাদক: তানিয়া নাজনীন, কোষাধ্যক্ষ: রুমি খাতুন ও প্রচার সম্পাদক: আছিয়া খাতুন।