
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হাউলী ইউনিয়ন শাখার উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাউলী ইউনিয়ন বিএনপির আয়োজনে লোকনাথপুর সৌদিয়ান রিসোর্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মহিউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেকসহ হাউলী ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ডের সুপার ফাইভ সদস্য ও প্রবীণ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ০২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুর পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চাওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালানোর আহ্বান জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আখতার সিদ্দিকী।