দামুড়হুদা উপজেলা প্রস্তাবিত মুক্তিযোদ্ধাদের এডহক কমিটি গঠিত হয়েছে। গত শনিবার দর্শনা পৌর মুক্তিযোদ্ধা কমান্ড অফিসে বিকাল ৪টার দিকে মুক্তিযোদ্ধাদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সভায় বীর মুক্তিযোদ্ধা হাফিজুল আলমকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানকে সদস্য সচিব এবং সদস্যরা হলেন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা দিলদার হোসেন।
প্রস্তাবিত এ কমিটি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড বরাবর প্রেরণ করা হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ অনুমোদন দেওয়ার পর পূনার্ঙ্গ কমিটি নিবার্চিত হবে বলে জানান আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাফিজুল আলম।