
দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে পিতা-মাতা ও বোনকে রক্তাত্ব জখম করার অপরাধে ছেলে ও নাতিসহ তিনজনকে আটক করেছে দামুড়হুদা মডেল থানার পুলিশ।
আটকৃতরা হলো ইয়ারুল ইসলাম (৩৬), আকতারুল ইসলাম (৩৩) ও চিৎলা গ্রামের আব্দু সাত্তারের ছেলে ও একই গ্রামের কবিরের ছেলে মামুন (২৩)।
গত ২ই জানুয়ারি রাত ৮ টার দিকে অতর্কিতভাবে পিতা মাতা ও বোনকে মারধর করে রক্তত্ব জকম করে। পরে পিতা আব্দুস সাত্তার বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করিলে গতকাল সোমবার রাত ১০ টার দিকে দুই ভাই ও নাতি ছেলেকে আটক করে পুলিশ।
জানা যায়, দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের আব্দুস সাত্তারের(৮০) স্ত্রী খাজিরনের সাথে বৈ মাদের সাথে ঝগড়া বিবাদ হয়। এমন কথা শুনে আব্দুস সাত্তারের দুই ছেলে ইয়ারুল ইসলাম আকতারুল ইসলাম ও নাতি ছেলে মামুন ঘুমন্ত অবস্থায় আব্দুস সাত্তার, স্ত্রী খাজিরন ও মেয়ে রোকসনাকে লাঠিসোঠা নিয়ে মারধর করে রক্তাত্ব জখম করে। পিতা আব্দুস সাত্তার বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ে করে (যার মামলা নংদামুরহুদা থানার মামলা নং ০২ তাং ০৩/০১/২০২৬ধারা১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/७०২/৩০৪)। পরে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে এসআই সৈয়দ আসাদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে দুই ছেলে ও এক নাতি ছেলেকে আটক করে। গতকালই তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মেজবাহ উদ্দিন বলেন, এমন ধরনের একটি নেককারজনক ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায় না। বৃদ্ধ বাবাকে এভাবে রক্তাক্ত জখম করার অপরাধে দুই ছেলে ও নাতি ছেলেকে আটক করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

