
দামুড়হুদা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্রের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র আইসিটি মন্ত্রণালয়ে উপপরিচালক হিসেবে যোগদান করবেন।
বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, প্রেসক্লাবের সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সাংবাদিক সমিতির সহ-সভাপতি মোজাম্মেল শিশির, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, নির্বাহী সদস্য হাবিবুর রহমান হবি, তাসীর আহমেদ, শেখ হাতেম, জহুরুল ইসলামসহ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।
বিদায় সংবর্ধনায় বক্তারা ইউএনও তিথি মিত্রের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে বলেন, তিনি ছিলেন সৎ, দক্ষ, যোগ্য ও সাংবাদিকবান্ধব একজন নির্বাহী কর্মকর্তা। দাপ্তরিক কাজে আন্তরিকতা, স্বচ্ছতা ও মানুষের কল্যাণে তার নিবেদন তাকে সবার কাছে শ্রদ্ধার স্থানে পৌঁছে দিয়েছে। স্বল্প সময়ে তিনি উপজেলার উন্নয়ন ও সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বক্তারা আরও আশা প্রকাশ করেন, নতুন কর্মস্থল ঢাকার আইসিটি অধিদপ্তরের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিথি মিত্র সুযোগ হলে দামুড়হুদা উপজেলার উন্নয়ন ও কল্যাণে সহযোগিতা করে যাবেন।
শেষে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়।