
বহুদিনের প্রত্যাশা পূরণ করে দামুড়হুদা বাজারে প্রথমবারের মতো বিভিন্ন পয়েন্টে ১৮টি সিসি ক্যামেরা স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় নবনির্বাচিত বাজার বণিক সমিতির আয়োজনে আনুষ্ঠানিকভাবে সমিতির কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠিত হয়। সিসি ক্যামেরার উদ্বোধন করেন নবাগত দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার উবাইদুর রহমান সাহেল।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, বাজারে সিসি ক্যামেরা স্থাপনের জন্য তিনি বাজার বণিক সমিতিকে ধন্যবাদ জানান। অপরাধ দমন ও সনাক্তকরণে এই সিসি ক্যামেরা স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাজার বণিক সমিতির নিজস্ব উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন নিঃসন্দেহে প্রশংসনীয়। আপনাদের দেখে অন্যান্য বাজারেও বাজার কমিটির মাধ্যমে সিসি ক্যামেরা স্থাপন শুরু হবে। বাজার সংশ্লিষ্ট উন্নয়নের জন্য আপনাদের পরামর্শ ও চাহিদা সরকারি সক্ষমতার মধ্যে যতটা সম্ভব তা বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাজারের সার্বিক উন্নয়ন এখন সময়ের দাবি। বিভিন্ন কারণে আমাদের দামুড়হুদা উপজেলা এখনো পৌরসভায় রূপান্তরিত হয়নি। আমরা উপজেলায় বসবাস করলেও এটি কোনো শহর নয়, উপজেলা শহরের মতোও নয়। এর আগে এখানে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। তাই উপজেলার গুরুত্বপূর্ণ এই দামুড়হুদা সদরের বাজারঘাটের উন্নয়ন অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, বাজারের পরিচ্ছন্নতা বজায় রাখতে একটি নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার জন্য ডাস্টবিন স্থাপন খুবই প্রয়োজন। শৃঙ্খলা ও পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় দ্রুত ডাস্টবিন স্থাপনের আহ্বান জানান তারা। বক্তারা আরও উল্লেখ করেন, যদি বাজারের দোকান মালিকরা নিজেদের দোকানের ভেতরে গোপনে সিসি ক্যামেরা স্থাপন করেন, তাহলে কোনো ঘটনা ঘটলে সহজেই সনাক্ত করা সম্ভব হবে।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন বণিক সমিতির নেতৃবৃন্দ।
দামুড়হুদা বাজার বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন, দামুড়হুদা বাজার বণিক সমিতির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, বাজার বণিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহজালাল বাবুসহ বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ।


