
দামুড়হুদা মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন শেখ মেসবাহ উদ্দিন। তিনি মেহেরপুর থানা থেকে বদলি হয়ে গতকাল সোমবার বিকালে আনুষ্ঠানিকভাবে দামুড়হুদা মডেল থানার দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের মুহূর্তে থানার অফিসার ফোর্সদের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
দায়িত্ব গ্রহণের পর শেখ মেসবাহ্ উদ্দিন থানার বিভিন্ন শাখার কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং থানা পরিচালনার নানা দিক পরিদর্শন করেন। থানার কর্মকর্তারা নতুন ওসির প্রতি আন্তরিকতা ও সহযোগিতার আশ্বাস দেন। তারা জানান তার নেতৃত্বে থানার সার্বিক কার্যক্রম আরও দ্রুত ও জনবান্ধব হবে বলে আশা করেন।
নতুন ওসির যোগদানে থানার পরিবেশে নতুন কর্মউদ্দীপনা লক্ষ্য করা গেছে। এলাকাবাসীর পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা ও প্রত্যাশার কথা জানানো হচ্ছে।
দায়িত্ব গ্রহণ শেষে দামুড়হুদা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন সকলের সহযোগিতা নিয়ে দামুড়হুদাকে আরও নিরাপদ ও সেবামুখী থানায় রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, দামুড়হুদার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে পুলিশ বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি (অপারেশন) হিমেল রানা, থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসান, এসআই শিহাবসহ কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।


