দামুড়হুদায় বীর মুক্তিযোদ্ধা ফরিদ মল্লিকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

দামুড়হুদায় বীর মুক্তিযোদ্ধা ফরিদ মল্লিকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের খলিসাগাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফরিদ মল্লিক(৭৫) ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহী রাজিউন।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা ফরিদ মল্লিক ২ ছেলে ও ২ মেয়ে সহ অনেক গুনাগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা ফরিদ মল্লিকের ছেলে রবিউল মাষ্টার জানান, আমার বাবা দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ঘরে ছিলেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বুকের ব্যথা বাড়তে থাকায় সন্ধ্যা ৭ টার দিকে চুয়াডাঙ্গা সদর হসপিটালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা প্রদান করলেও শরীরের উন্নতি দেখা দিচ্ছিলনা, পরবর্তীতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন । বাবাকে হারিয়ে আমার পরিবার ও অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন করা হয়।