দামুড়হুদার চিৎলায় আ:লীগের শান্তি উন্নয়ন সমাবেশ, মনোনয়ন প্রত্যাশী ১০ নেতা

দামুড়হুদার চিৎলায় আ.লীগের শান্তি উন্নয়ন সমাবেশ, মনোনয়ন প্রত্যাশী ১০ নেতা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দামুড়হুদার চিৎলা মোড়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে আওয়ামীলীগের চুয়াডাঙ্গা -২ আসনের ১০জন মনোনয়ন প্রত্যাশী।

আজ শনিবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র সাধারণ জনগণের মাঝে তুলে ধরে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এক পর্যায়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ জনসভায় রুপ নেয়। দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জুর সভাপতিত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ।

দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামের সণ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সিরাজুল আলম ঝন্টু, কৃর্ষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান, দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের মহাসচিব মানবাধিকার কর্মী নূর হাকিম, চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি নজরুল মল্লিক, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, দামুড়হুদা উপজেলা কৃষকলীগের সভাপতি রফিকুল ইসলাম, দর্শনা কলেজের সাবেক ভিপি এয়ার কমোডর আবুবক্কর, কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য এ্যাডঃ শাহরিয়ার কবীর, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক চুয়াডাঙ্গা জেলা জজকোর্টের এপিপি অ্যাড. আবু তালেব।

এসময় অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক এস এম মহসীন আলী, দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি জামাল উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন নতিপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক, নাটুদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করীম, কৃর্ষি বিষয়ক সম্পাদক আবুল কাশেম, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তালেব মাষ্টার, কুড়ালগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি কাফি উদ্দীন টুটুল, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আশাদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা বদর উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা সেলিম মল্লিক, অ্যাড. ইউনুস আলী, হাসাদহ ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাহবুব, জীবননগর উপজেলা সেচ্ছাসেকলীগের সভাপতি আবু মাসুম, দর্শনা পৌর ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ ফয়সাল, নতিপোতা ইউপির ৭ নং ওয়ার্ড সভাপতি নিয়াকত আলী, নাটুদহ ইউপির ৭ নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কলিম উদ্দীন, নাটুদহ ইউপির কৃষকলীগের সভাপতি মোশাররফ হোসেন, আওয়ামী লীগ নেতা মহাসিন আলী, হারুন অর রশীদ, আব্দুল হান্নান, আব্দুল মতিন, দামুড়হুদা উপজেলা যুবলীগের অন্যতম নেতা হযরত আলী, জাহাঙ্গীর আলম(১), জাহাঙ্গীর আলম (২) ফজলুর রহমান ফজু, নাটুদহ ইউনিয়ন যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, কুড়ালগাছি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি করিম শাহ, যুবলীগ নেতা লাল্টু, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ, আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজ ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক এম এ করিম, ঢাকা উত্তর ছাত্রলীগের সাবেক নেতা রাসেল আহমেদ মিঠু, দর্শনা কলেজ ছাত্র লীগনেতা হৃদয় হাসান, নাটুদহ ইউনিয়ন ছাত্রলীগনেতা ওয়াচকুরুণী খান, আবীর উপজেলা প্রজন্মলীগ নেতা হাসান আল বাখার ডলারসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।