দামুড়হুদার দর্শনায় লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নির্দেশনায় দামুড়হুদার দর্শনায় লকডাউন বাস্তবায়নে মোবাইল পরিচালিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলার দর্শনা বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ও লকডাউন বাস্তবায়নে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান দামুড়হুদার দর্শনায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি না মানার অপরাধে দন্ডবিধি আইনে ২জন কে ৪০০টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান।
এসময় তিনি বলেন, সকলে সরকারি নির্দেশনা মেনে চলুন সুস্থ থাকেন। সরকারি নির্দেশনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং অপ্রয়োজনে বাড়ির বাহিরে বের হবেন না। নিজে ও পরিবার কে ঝুকিতে ফেলবেন না। লকডাউন বাস্তবায়ন প্রশাসন কে সহযোগিতা করুন।

আদালত পরিচালনা কাজে সহযোগীতা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসের পেশকার জিহন আলি, দর্শনা থানার পুলিশ সদস্য প্রমুখ।