দামুড়হুদার নাটুদহ ইউনিয়নে বিট পুলিশং কার্যক্রম উদ্বোধন

“মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এই স্লোগানকে সামনে রেখে আইনী সহায়তা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য দামুড়হুদা মডেল থানার পক্ষে থেকে ০৮ নং নাটুদহ ইউনিয়নে বিট পুলিশং কার্যক্রম উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার ৬ আগস্ট দুপুর সাড়ে ১২ টার দিকে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধনে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল জনাব, মো: আবু রাসেল ।

অনুষ্ঠানে এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ রোধ, নারী নির্যাতন, ইভটিজিং রোধকল্পে বিট পুলিশ পুলিশিং কার্যক্রম চালু করা হয়।

সর্বপরি এলাকার মানুষের কষ্ট লাঘবের জন্য এবং পুলিশি সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেক, আইসি নাটুদহ পুলিশ ক্যাম্প আরও উপস্থিত ছিলেন ০৮ নং নাটুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।