দামুড়হুদার প্রায় কোটি টাকা মূল্যের রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন

উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু বলেছেন, হাজার বছরের শেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যার যোগ্য নেতৃত্ব যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ আজ উন্নয়নশীল সোনার বাংলাদেশে পরিণত হতে সক্ষম হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে।
দেশ আজ সফলতা প্রান্তে পৌঁছাতে সক্ষম হয়েছেন। দেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে প্রধানমন্ত্রীর আন্তরিকতা, বলিষ্ঠ ভূমিকা ও সাহসী নেতৃত্ব অবদানের ফসল আজকের উন্নয়নশীল বাংলাদেশ। দেশকে আগামীতে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে, বঙ্গবন্ধুর আদর্শ, চিন্তাধারাকে অনুসরণ করে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশ। আজ দেশের প্রত্যেক সেক্টরে অভাবনীয় উন্নয়ন সারাবিশ্বের দরবারে এখন বাংলাদেশ মডেল হিসেবে পরিচিত।
গতকাল বুধবার সকাল ১০ টার দিকে দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের ৭৬ লক্ষ ৭৬ হাজার ২৮৭ টাকা ব্যায়ের চেইনেজ- ০০-১০৯৪ মিটারের রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন কালে এ কথাগুলো বলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু।
এ সময় উপস্থিত ছিলেন, নতিপোতা ইউনিয়ন আ. লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য জাফর আলী, ওয়ার্ড আ. লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, আশাদুল হক, আঃ হোসেন, সাধারণ সম্পাদক, মোকলেছুর রহমান, শাহিন আক্তার, শাহাবুদ্দিন, ইউপি সদস্য মফিজুর রহমান, মতিয়ার রহমান মতি, নজরুল ইসলাম, ইকতিয়ার হোসেন, বাবুল হোসেন, আ. লীগ নেতা, হাজী নাসির উদ্দিন, রবিউল, হোগলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।