দামুড়হুদায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

দামুড়হুদায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

দামুড়হুদায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়নের চিৎলা গ্রামের সাবেক চেয়ারম্যান আ: রব এর ছেলে মিন্টু’কে মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করা হয়।

দামুড়হুদা সহকারী কমিশনার ভূমি’র কার্যালয় সুত্রে জানাগেছে দামুড়হুদা সদর ইউনিয়নের চিৎলা গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় এক ব্যক্তিকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস।

এসময় তিনি বলেন অবৈধভাবে কোন মাটি উত্তোলন করা যাবে না। অবৈধভাবে মাটি উত্তোলন দণ্ডনীয় অপরাধ। এ সময় তিনি আরও বলেন কোথাও কোন তিন ফসলী জমি বা কোনো জায়গায় অবৈধভাবে মাটি উত্তোলন করে তাহলে আপনারা আমাকে জানাবেন। আমি সরজমিনে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউপি সদস্য হাসান আলী, মোবাইল কোর্ট পরিচালনা কালে সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার একটি চৌকস টিম।