দামুড়হুদায় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা

দামুড়হুদায় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা

দামুড়হুদা উপজেলার নাটুদাহে মোবাইল কোর্টে অবৈধ ভাবে কৃষি জমির মাটি উত্তোলন করায় উপজেলার চন্দ্রবাসের চিহ্নিত ভূমিদস্যু শাহ আলম সহ তিন ভূমি দস্যুর ৬০ হাজার টাকা জরিমানা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস। এ ঘটনায় এলাকাবাসী সাধুবাদ জানান। আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।

দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামে কৃষি জমি থেকে অনুমোদন বিহীনভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী চন্দ্রবাস গ্রামের চিহ্নিত ভূমিদস্যু শাহ আলম সহ সর্বমোট তিনজনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস। এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানা ও নাটুদহ পুলিশ ক্যাম্পের সদস্য ও নাটুদহ ইউনিয়ন ভূমি অফিসের ইউএলএও।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস বলেন জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।