দামুড়হুদায় উন্নত ব্যস্থাপনায় মাছ চাষের উপর প্রশিক্ষণ

দামুড়হুদা উপজেলার বয়রা গ্রামে উন্নত ব্যবস্থাপনায় মাছের রেনু পোনা চাষের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলার বয়রা গ্রামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে পিকেএসএফ’র আর্থায়নে দু দিনব্যাপী মাছ চাষের উপর প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা মৎস্য অফিসার দীপক কুমার পাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত আয়ুব আলী। দু’দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন গ্রামের ২৫জন মাছ চাষিকে দু’দিনব্যাপী অনাবাসিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে ১৫জন চাষিকে ১লাখ ২০হাজার টাকার এককালীন অনুদান প্রদান করা হয়। এছাড়াও ওয়েভ মৎস্য হ্যাচারীর কার্প জাতীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা প্রদান করা হয় প্রশিক্ষণপ্রাপ্ত মাছ চাষিদের মাঝে। সমগ্র প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পরিচালক, প্রশিক্ষক ও ওয়েভ ফাউন্ডেশনের মৎস্য কর্মকর্তা আল আমিন।