দামুড়হুদায় গরীব ও দুস্থ মহিলাদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

দামুড়হুদায় উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত গরীব ও দুস্থ মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

জানা গেছে, বুধবার বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদের আয়োজনে সভাকক্ষে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৩৬ জন গরীব অসহায় ও দুস্থদের মাঝে এ সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আঃ খালেক।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, জুরানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ এনামুল কবির ইনু, নাটুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন, পারকেষ্টপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আলম, হাউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন (ভারপ্রাপ্ত) প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হাজী আলী আজগার টগর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর নারীরা আজ অনেক এগিয়ে।