দামুড়হুদায় জাতীয়করণের দাবীতে ক্লাস বন্ধ রেখে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

দামুড়হুদায় জাতীয়করণের দাবীতে ক্লাস বন্ধ রেখে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

দেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের (সরকারিকরণ) দাবিতে এবার বিদ্যালয়ে ক্লাস বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষকেরা।

বাংলাদেশ শিক্ষক সমিতির ডাকে  আজ সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজে এই কর্মসূচি পালন করে মাধ্যমিক স্কুল শিক্ষকেরা।

বাংলাদেশ শিক্ষক সমিতির দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল হক মোমিনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাহমিদা রহমান, হোগলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাজাহান আলী, কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, কালাবাড়ি- রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, বিষ্ণুপর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ জেসমিন নাহার, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএএম হুমায়ুন কবীর, মদনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম, মোক্তারপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বখতিয়ার উদ্দীন, চারুলিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুণ অর রশিদ, পীরপুরকুল্লা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়সাল লতিফ।

এছাড়াও উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক, তালসারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলাম, সদাবরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উবাইদুল্লাহ, লোকনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহ:প্রধান শিক্ষক আব্দুল লতিফ প্রমুখ।

অবস্থান কর্মসূচিতে বক্তব্যে শিক্ষকরা বলেন, গত রোববার থেকে সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের ক্লাস বন্ধ করে এই কর্মসূচি পালন করছি আমরা। আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। দাবী মেনে না নিলে আগামীতে আমরণ অনশনের মতো কর্মসূচিও পালন করা হবে।