দামুড়হুদায় দুইটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

দামুড়হুদায় দুইটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

দামুড়হুদায় মৌচাক ও হাসিনা বেকারিতে মেয়াদোত্তীর্ণ পন্য ও বিএসটিআই এর অনুমোদন না থাকার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার বিভিন্ন সময়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস।

জানাগেছে দামুড়হুদা বাজার চৌরাস্তা মোড়ে মৌচাক দধী এন্ড মিষ্টান্ন ভান্ডারে পন্যের মোড়কে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার অপরাধে দোষী সাব্যস্ত করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে দামুড়হুদা বনানী পাড়ায় হাসিনা ফুড প্রোডাক্ট এন্ড বেকারিতে বিএসটিআই লাইসেন্স না থাকায়, পন্যের মোড়কে বিনা অনুমতিতে বিএসটিআই এর লোগো ব্যবহার করার অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ এর ২৭ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস। বিএসটিআই এর প্রতিনিধি সহ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি চৌকস টিম।