দামুড়হুদায় নদী সংরক্ষন শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

দামুড়হুদা উপজেলায় নদী দূষন,অবৈধ দখলদারিত্ব এবং অনন্য দূষন থেকে ৪৮ নদী রক্ষ ও নদী তথ্য ভান্ডার তৈরি ও সমীক্ষ প্রকল্প উপজেলার নদী সংরক্ষন শীর্ষক উদ্বদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক ১ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় সময় দামুড়হুদা উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪৮ নদী সমীক্ষ প্রকল্প কর্মকর্তা শাহ আহমেদ শামসুল আরোফিন, দামুড়হুদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: সহিদা খাতুন, উপজেলা সহকারি কমিশনার ভূমি সুদঅপ্ত কুমার সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা মো মনিরুজ্জামান, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রোগাম অফিসার মো জিয়াউল হক, ফিল্ড অফিসার রিনি ফেরদৌস, শহিদুল ইসলাম, আনারুল ইসলাম।

সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দিন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, হাউলি ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত নিজাম উদ্দিন, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ এনামুল করিম, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলি, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়ূব আলি, দামুড়হুদা পাইলট সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম. নুরুন্নবী, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, দামুড়হুদা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক হাবিবুর রহমান হাবীব, কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাংবাদিক মিরাজুল ইসলাম মিরাজ সহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ প্রমুখ।