দামুড়হুদায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি’র মানববন্ধন

চুয়াডাঙ্গা দামুড়হুদায় চাল- ডাল, তেল, কৃষি পণ্য সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে দামুুুুড়হুদায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চুুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির উদ্যোগে নেতা কর্মীদের উপস্থিতে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপজেলার ৮ টি ইউনিয়নের বিএনপি, যুবদল, সেচ্ছাসেবীদল ও ছাত্র দলের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন-দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান রফিকুল হাসান তনু, সহ-সভাপতি মোক্কারেম হোসেন, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, সদর ইউনিয়ন সভাপতি রহমান মালিতা, বিএনপি নেতা আশরাফুল হক, যুবদল নেতা প্রফেসর আবুল হাশেম মালিথা, আরিফুল ইসলাম, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আফজালপুর রহমান সবুজ।

মানববন্ধনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বর্তমানে এমনভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে চাল-ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রণে সরকারের নিকট জোর দাবী জানন।

সরকারের নানামুখী তৎপরতার পরও ভোজ্য তেল, চাল, ডালসহ বিভিন্ন নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে আনাতে পারছেন না, আমাদের সরকারের আমলে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল।