দামুড়হুদায় নিম্ন মানের ইট দিয়ে রাস্তা সংস্করণের অভিযোগ

দামুড়হুদায় নিম্নমানের ইট দিয়ে রাস্তা সংস্করণ করার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যেয়ে রাস্তার কাজ বন্ধ করে সঠিক ইমারত সামগ্রী দিয়ে রাস্ত নির্মানের জন্য উপ সহকারী প্রকৌশলী দামুড়হুদার মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার।

জানাগেছে, গতকাল মোবাইলে ফোনে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ আসে মডেল থানা রোডে নিম্নমানের ইট দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তা নির্মাণ করছে। গতকাল বিকেলে নির্বাহী অফিসার নিজে ঘটনাস্থলে গিয়ে দেখেন অভিযোগ সঠিক, নিম্নমানের ইমারত সামগ্রী দিয়ে জনসম্মুখে রাস্তা নির্মাণ চলছে, তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সঠিক ইমারত সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের জন্য নির্দেশ দেন এবং বলেন, বর্তমান সরকারের চলমান উন্নয়ন মূলক কোন কাজে অনিয়ম হলেই স্থানীয় প্রশাসনকে জানান, আপনাদের পরিচয় গোপন রেখেই ব্যবস্থা নেয়া হবে। কোন অনিয়ম চলবে না। এসময় উপস্থিত জনগণ দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারকে তার সততা সাহসিকতার জন্য সাধুবাদ জানান।