দামুড়হুদায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক ‘অনুর্ধ্ব-১৭’ উদ্বোধন

দামুড়হুদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ২০২২ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪ টার সময় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ প্রঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়।

দামুড়হুদা উপজেলা প্রশাসন আয়োজিত টুর্নামেন্টের উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুডহুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুদীপ্ত কুমার সিংহ,এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হয়রত আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, হাউলি ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল কবির ইউছুফ, জনপ্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।

উদ্বোধনী টুর্নামেন্ট প্রথম দিনের ম্যাচে ৪ নং কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ এবং নং নাটুদহ ইউনিয়ন পরিষদের বালক টিম অংশ নেয়। ১-১ গোলে ম্যাচটি ড্র হয় । ০৪ নং কুড়ুলগাছি ইউনিয়ন ট্রাইবেকারে নাটুদহ ইউনিয়ন ০১ গোল এবং কুড়ুলগাছি ইউনিয়ন টিম ৩-০ গোল কুড়ুলগাছি ইউনিয়ন ২, ০গোলে জয়ী হয়।

এ টুর্নামেন্টে দামুড়হুদা উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদ এবং ১টি পৌরসভার বালক টিম অংশগ্রহণ করছে। নক আইট পদ্ধতি টুর্ণামেন্টটি পরিচালিত হবে ।