দামুড়হুদায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

দামুড়হুদায় ২০২১-২০২২ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও নাবী পাটবীজ উৎপাদন প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ- এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দামুড়হুদার বাস্তবায়নে বিনামূল্যে এ সার ও বীজ এ মৌসুমে উপজেলার ৩৪০ জন কৃষককে ১ কেজি পেয়াজের বীজ, ২০ কেজি সার ও ৪০ জন পাট চাষীদের মাঝে ৫’শ গ্রাম বীজ, ২০কেজি করে সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান এর সভাপতিত্বে পেঁয়াজ ও পাঁট বীজ প্রণোদনা কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাসুম আব্দুল্লাহ প্রমূখ।