দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ৭ জনের জরিমানা

দামুড়হুদা উপজেলার ডুগডুগি বাজারে সরকারি আদেশ না মেনে মাস্কবিহীন বাজারে চলাফেরা করার অপরাধে ৭ জনকে ২ হাজার ৮ শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন।

গতকাল বেলা দুইটার দিকে ডুগডুগি বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

সরকারি আদেশ অমান্য করে মাস্ক না ব্যবহার করার অপরাধে ১৮৬০ সালের ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত করে ডুগডুগি গ্রামের মাসুদ রানাকে ৫ শ টাকা, মদনা গ্রামের তোতা মিয়াকে ৫ শ টাকা, নাসিরকে ৩ শ টাকা, রানাকে ৫ শ টাকা, জয়রামপুর কাঁঠালতলায় শুভদ্রেব কুমার দাশ, শ্রী কুমার দাশ, পরিতোষ কুমারকে এক হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওনির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এহিউদ্দিন।