দামুড়হুদায় ভ্রাম্যমান গবাদি প্রাণী চিকিৎসা ক্লিনিক ও গরুর বাছুর প্রদর্শনী

দামুড়হুদায় ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের ভ্রাম্যমান গবাদি প্রাণী চিকিৎসা ক্লিনিক ও ব্র্যাকের নিকট থেকে সিমেন সংগ্রহ ও ব্যবহার করে উৎপাদিত গরুর বাছুর প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলার লোকনাথপুর ফুটবল মাঠে গত মঙ্গলবার অনুষ্ঠিত গরুর বাছুর প্রর্দশনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শাহ পোল্ট্রি হ্যাচারীর পরিচালক এস এম জাহীদ হাসান জনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো: গোলাম হায়দার এবং হাউলী ইউনিয়ন পরিষদদের ইউপি সদস্য রিকাত আলী।

ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ অলিদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের ভেটেরিনারি সার্জন ডা: এরমান আলী এবং ডা: হুমায়ূন কবীর সবুজ।

অনুষ্ঠানে ব্র্যাক এর সংগ্রহীত সিমেন ব্যবহারকারী শ্রেষ্ঠ ২৫ জন খামারীকে পুরষ্কার প্রদান ছাড়াও কৃত্রিম প্রজননের উপর নির্মিত নাটক সুখের খনি বড় পর্দায় প্রদর্শন করা হয়।

-দর্শনা প্রতিনিধি