দামুড়হুদায় মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও দিলারা রহমান

একের পর এক মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
গতকাল শনিবার সরকার ঘোষিত লকডাউনের ৪র্থ দিনে দামুড়হুদার জয়রামপুর গ্রামের সংগ্রামী নারী গৃহবধূ পারভীনাকে ভাগ্যের চাকা ঘুরাতে সহযোগিতা করলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
এসময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন, গতকাল ছিলো লকডাউনের চতুর্থ দিন। আর এদিন গৃহবন্দী কর্মহীন মানুষের জন্য অনন্ত মহাকালস্বরূপ। জয়রামপুর গ্রামের গৃহিনী পারভীনার বাস্তবতা যেন তারই প্রতিফলন। প্রতিবন্ধী স্বামীর সংসার, বৃদ্ধ শ্বশুর শাশুড়ী আর ছেলে এতগুলো মানুষের অন্নের সংস্থান করতে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে তাকে।
তার করুণ মিনতি যদি তার প্রায় বন্ধ মুদি দোকানের খাদ্য দ্রব্য কেউ কিনে দিত তবে সে আবার তার ভাগ্যের চাকা সচল করার চেষ্টা করতে পারতো।
তার মনের ইচ্ছা পূরণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে তার দোকান সাজিয়ে দেওয়া হলো। হয়তো এটা খুব ক্ষুদ্র প্রয়াস।
তবুও আমরা আশাবাদী ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগের মধ্য দিয়েই সমাজের বৃহৎ পরিবর্তন হবে একদিন।
ইউএনও দিলারা রহমানের এমন মহতি উদ্যোগে তাকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সর্ব স্থলের জনগণ।