দামুড়হুদায় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

দামুড়হুদায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উদযাপন ও যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে  মঙ্গলবার বেলা ১১টার দিকে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
আগষ্ট মাসে সারাবিশ্বে নেমে আসে শেকের ছায়া। শোকাবহ আগষ্টের আজ চতুর্থ দিন। ১৯৭৫ সালের সালের এ মাসেই বাঙালি জাতি হারিয়েছিলেন স্বাধীনতার মহান স্থাপিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলী আজগার টগর।

প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আলী আজগার টগর বলেন,বাঙ্গালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে আজ বাংলাদেশ আরো অনেক এগিয়ে যেতো। এরপরও তাঁর নির্মম হত্যাকাণ্ডগুলো মধ্য দিয়ে বাংলাদেশের অগ্রগতি থামানো যায়নি। অতচ আজ তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে আজ বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদা লাভ করিয়েছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনসুর বাবু, উপজেলা আঃ লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু,সাধারণ সম্পাদক মাহ্ফুজ’র রহমান মন্জু,দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ।

উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, উপজেলা কৃষি অফিসার সম্প্রসারণ অফিসার মাসুম আব্দুল্লাহ , প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, সমাজসেবা অফিসার গোলাম ছানোয়ার,মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ মতিন, নির্বাচন অফিসার ইসহাক, সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, বন কর্মকর্তা রকিব উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ূব আলী, আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন,দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক, দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান কাজল,প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, দামুড়হুদা সদর ইউনিয়ন আঃ লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আঃ কাদির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হয়রত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন,উপজেলা আনসার ও জিডিপি’র প্রশিক্ষক আশরাফুল ইসলাম, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ এনামুল করীম ইনু,দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন হোসেন, হাউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সহ স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দেশের করোনা সংকট মোকাবিলা করতে করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় রেখে কর্মসূচি পালনের জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সে লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে সল্প পরিসরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক ও মাল্যদান, আলোচনা সভা, অনলাইনের মাধ্যমে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপজেলার সকল এতিমখানায় উপহার সামগ্রী, হাসপাতালে রোগীদের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ সহ ধর্মীয় সকল প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা,সহ অন্যআন্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করার সীদ্ধান্ত গ্রহণ করা হয়।