দামুড়হুদা বাঘাডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের ইন্তেকাল

দামুড়হুদা বাঘাডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের ইন্তেকাল

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন (৭১) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…….রাজিউন)।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন বাঘাডাঙ্গা গ্রামের ইব্রাহিম হালসোনার ছেলে। গতকাল শুক্রবার দুপুর ১ টার দিকে নিজ বাস ভবণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, নাতী, নাতনী, আত্নীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকালই শুক্রবার বেলা ৫ টা ৪৫ মিনিটের সময় বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিনের নিজ বাড়ি প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

দামুড়হুদা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সজল কুমার দাসের নেতৃত্বে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি অপেরেশন শফিউল আলমসহ পুলিশের একটি চৌকস দল জাতির এই সূর্য সন্তানকে গার্ড অব অনার প্রদান করে নিজ গ্রামের কবরস্থানে দাফন সম্পন করা হয়।