দামুড়হুদা মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযান ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

দামুড়হুদা উপজেলায় করোনা সংকটে সব থমকে গেলেও থামেনি মাদকের করাবার, হাত বাড়ালেই মিলছে সব ধরনের মাদকদ্রব্য। সোমবার জেলা পুলিশের মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম উপজেলার দামুড়হুদা সদরে চিৎলা গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে তিন যুবক নিজ বসত ঘরে বসে গাঁজা সেবন করার অপরাধে আটক করেন। পরবর্তীতে ঘটনা স্থলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত পরিচালনা কালে আটক কৃত মাদক সেবন কারী তিন যুবক তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা চান।

এসময় ভ্রাম্যমাণ আদালতে বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ প্রত্যেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় তিন দিনের জেল ও ১’শ টাকা করে জরিমানা করেন।

সাজা প্রাপ্তরা হলেন, চিৎলা তেঁতুল তলা পাড়ার গোপাল দাসের ছেলে লক্ষ্মণ, আনন্দ দাসের ছেলে রিপন ও বিমল দাসের ছেলে লিটন।আদালত পরিচালনা কালে বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্যরা সহযোগিতা করেন।