দামুড়হুদা মডেল সরকারি পাইলট হাই স্কুলের শিক্ষকের মৃত্যুতে শোক প্রকাশ

দামুড়হুদা মডেল পাইলট সরকারি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মরহুম হেলাল উদ্দিন মেজো ছেলে ঢাকাস্থ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রীয়া বন্ধ হয়ে গত বুধবার সকলে মৃত্যু বরন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যু কালে তার বয়স হিেয়ছিলো ৫৬ বছর। তিনি দামুড়হুদা মডেল সরকারি পাইলট হাই স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
মৃত্যু কালে তিনি এক কন্যা সন্তান স্ত্রী সহ গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৬৫ সালের ৫ জুলাই সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তার মৃত্যুতে গভীর সমবেদনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা পরিষদ। কেন্দ্রীয় বিএনপির উপ- কোষাধ্যক্ষ, জেলা বিএনপির আহ্বায়ক ও রাইজিং গ্রুপের চেয়ারম্যান মাহামুদ হাসান খান বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি এ্যাড.আঃ কুদ্দুস, শফিকুল কবীর ইউসুফ,দামুড়হুদা সদরে চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আব্দুল কাদির, যুবলীগের সাধারণ সম্পাদক হয়রত আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষকা,ছাত্র-ছাত্রী, সামাজিক সংগঠন ,ওরা বন্ধু সংঘ’, রাকিব ফাউন্ডেশন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ। গতকল সকাল ১০ টায় দামুড়হুদা ডি এস দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে মরহুমের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।