দারিয়াপুরে কবুতর উড়িয়ে ও নিষিদ্ধ পটকা ফুটিয়ে টুর্নামেন্টের উদ্বোধন ( ভিডিও সহ)

শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ও নিষিদ্ধ পটকা (চকলেট বোমা) ফুটিয়ে মুজিবনগর দারিয়াপুরে মরহুম হাবিবুর রহমান, আফতাব উদ্দীন, হযরত আলী ও বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

গতকাল রবিবার বিকালে দারিয়াপুর খেলার মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে খেলার উদ্বোধন করেন।

এ সময় তার উপস্থিতিতে ফিল্ডের মাঝখানে নিষিদ্ধ পটকা (চকলেট বোমা) ফুটায় টুর্নামেন্টের স্বেচ্ছাসেবক সদস্যরা।

এ সময় মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দুর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন।

এদিকে উদ্বোধনী খেলায় রাজাপুর একাদশ ও আলমডাঙ্গা একাদশ অংশগ্রহন করেন। খেলায় রাজাপুর একাদশ ১-০ গোলে আলমডাঙ্গা একাদশকে পরাজিত করে জয়লাভ করে।