দিনের শুরুতেই সূচকের বড় পতনে চলছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের বড় পতনে লেনদেন চলছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স সূচক ৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৭১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪২৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৫৫৫ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ২১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯ কোম্পানির শেয়ারের।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএএসপিআই সূচক ১৪৪ পয়েন্ট কমে ১৯ হাজার ৮৫৩ পয়েন্টে অবস্থান করছে।