
দীর্ঘ ৭ বছর পর সকল প্রার্থী ও সাধারণ ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির ত্রী-বার্ষিক নির্বাচন-২০২৫ এর নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যা ৭ টার দিকে দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ আজিজুর রহমান এ নির্বাচনী তফশীল ঘোষণা করেন।
২৩ অক্টোবর ভোটার তালিকা প্রকাশ করা হবে । পরদিন ২৪ অক্টোবর ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, নাম ও ওয়ার্ড সংশোধনী কার্যক্রম পরিচালনা করা হবে। ২৮অক্টোবর সকাল ১১ টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৯ অক্টোবর সকাল ১১টা থেকে ৩০ অক্টোবর রাত ৯ টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
৩১ অক্টোবর সকাল ১১ টা থেকে রাত ৯ টার মধ্যে মনোনয়নপত্র জমা । ১ নভেম্বর শনিবার বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থিতা বাতিলের উপর আপিল, শুনানি ও নিষ্পত্তি । ২ নভেম্বর রবিবার বিকাল ৩ টায় বৈধ প্রার্থী তালিকা প্রকাশ। ৩ নভেম্বর সোমবার বিকাল ৩ টা থেকে রাত্রে ৯ টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার । ৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতিক বরাদ্দ দেয়া হবে।
২৫ নভেম্বর শুক্রবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে দর্শনা ডিএস মাদ্রাসায় ভোট গ্রহণ করা হবে। নির্বাচনের তফসিল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আজিজুর রহমান, সরকারী নির্বাচন কমিশনার জাহিদুল ইসলাম, মুমিনুল ইসলাম, এফ এ আলমগীর, মনির হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, হাফিজুর রহমান, ফারুক হোসেন, ইকবাল হোসেন।