দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত চার

ঝিনাইদহের কালীগঞ্জে পৌর নির্বাচনে কাশিপুর ৮নং ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ধাওয়া-পাল্টাধাওয়া, বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন ৪ জন।তবে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।

কালীগঞ্জ থানা ওসি মাহফুজার রহমান জানান, রোববার সকাল ১০টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর সভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান সজল ও আরিফুল ইসলাম সমর্থকদের মধ্যে ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ সৃষ্টি হয়। এসময় উভয় পক্ষের ফুল মিয়া, রওশন, মনিরুলসহ ৪ জন আহত হন। এসময় ঘটনাস্থলে বিজিবি সদস্যরা লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। আহতদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে চার মেয়রপ্রার্থী, নয়টি সাধারণ ওয়ার্ডে ৫০ জন পুরুষ কাউন্সিলর ও তিনটি সংরক্ষিত আসনে ৯ নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কালীগঞ্জ পৌরসভায় মোট ভোটার ৪০ হাজার ৫৭৭ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ১৫৬ এবং নারী ২০ হাজার ৪২১ জন।

ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. রোকনুজ্জামান জানান, নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল পুলিশ, র‌্যাব ও বিজিবি ম্যাজিস্ট্রেট’র নেতৃত্বে কাজ করে যাচ্ছে।