
বহুল প্রতীক্ষিত মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু করার লক্ষ্যে দুটি বিষয়ে অনুমোদনের চিঠি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে মেহেরপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
রবিবার দুপুরের পর ইউজিসির ম্যানেজমেন্ট অনুবিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয় শাখার অতিরিক্ত পরিচালক ড. মহিবুল আহসান স্বাক্ষরিত চিঠি মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হয়।
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দীন এ বিষয়ে বলেন, “দীর্ঘদিনের চেষ্টার ফসল আজকের এই চিঠি। এই চিঠি হাতে পাওয়ার ফলে এখন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
তিনি এ সময় জেলার সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
ইউজিসি কর্তৃক অনুমোদিত দুটি বিষয় হলো Faculty of Engineering and Technology অনুষদের অধীনে: Computer Science & Engineering (CSE) Faculty of Arts অনুষদের অধীনে: English Language & Communication Studies.
চিঠিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালুর প্রস্তুতি সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন (রিপোর্ট) দাখিল করার নির্দেশনাও দেওয়া হয়েছে।