দুবাইয়ে আটকে পড়া ১৫৮ বাংলাদেশি দেশে ফিরলেন

কোভিড-১৯ সংক্রমণের মধ্যে দুবাইয়ে আটকে পড়া ১৫৮ বাংলাদেশি অবশেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার সকাল ৭টা ১৩ মিনিটে দুবাই থেকে ১৫৮ বাংলাদেশি ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার জিএম মো.কামরুল ইসলাম। তিনি জানান, যারা ফিরেছেন তাদের প্রত্যেকের করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট রয়েছে।

দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।

করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বের বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে ভিনদেশে আটকা পড়েন।

এখন চীন ছাড়া প্রায় সব দেশের সঙ্গেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছে বাংলাদেশ।

বিদেশে আটকা পড়া বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফেরানো হচ্ছে। সূত্র-যুগান্তর