দোয়া করেন যেন হোয়াইটওয়াশ না হয় --শান্ত

দোয়া করেন যেন হোয়াইটওয়াশ না হয় –শান্ত

এক ম্যাচ বাকী থাকতেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরে হোয়াইটওয়াশ হওয়ার দাঁড়প্রান্তে লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াতে চায় বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে দোয়া চেয়েছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

শুক্রবার (২২ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শান্ত বলেন, ‘ব্যক্তিগত দুই-একটা পারফরম্যান্স হচ্ছে কিন্তু দল হিসেবে ওই পারফর্মম্যান্সটা আসছে না। দেখা গেল সৌম্য একা ম্যাচটা ক্যারি করলো, মাঝখানে ওরকম কেউ রান করেনি। আমার কাছে মনে হয় এই ধরণের কন্ডিশনে বড় জুটি প্রয়োজন। ওই জিনিসটাই করার চেষ্টা করব আগামীকালের ম্যাচে। আর যেটা বললেন আরেকটা হোয়াইটওয়াশের সামনে, দোয়া করেন যেন ওই জিনিসটা না হয়।’

পেসারদের থেকে ভালো পারফরম্যান্স প্রত্যাশা করে টাইগার অধিনায়ক আর বলেন, ‘এই কন্ডিশনে তো আশা করতেই পারি। শরিফুল যেভাবে বল করেছে সঙ্গে যদি বাকিরা সাপোর্ট দিতো বেটার কিছু হতে পারতো। তাদের জন্যও চ্যালেঞ্জের, এই ধরণের কন্ডিশনে খুব বেশি বল তারা করে না। যতো তাড়াতাড়ি শিখতে পারে সেটা দলের জন্য ভালো।’

সূত্র: ইত্তেফাক