দোয়েল পাখি ডিম পেরেছে ছোট্ট গাছের ডালে, খোকন সোনা দেখে দৈনিক সকাল সন্ধ্যা কালে।
ডিমের থেকে ছানা হবে পুষবে খোকন সোনা, তাই তো খোকন সাফ করেছে থাকার ঘরের কোণা।
খোকন থাকবে ছানা থাকবে রইবে মিলে মিশে, দুই মনেতে ভাব জমিলে ভয় ডর আর কিসে?