ধীরে বহে – লুৎফুর রহমান চৌধুরী নিজস্ব প্রতিবেদক ৫১৪ সেপ্টেম্বর ১২, ২০২২ · ২:০৬ অপরাহ্ণ শান্ত সাগর ক্লান্ত নগর মেঘে ভরা গগন দেহ মনে শীতল আবেশ ধীরে বহে পবন। মিটি মিটি তারা জ্বলে ঐ আকাশের বুকে ঘুম ঘুম করে আজ চাঁদ মামার চোখে। সাজ ধরে বন গুলো নব বধূর সাজে ছুঁইতে গেলে ঐ বন মরে যেন লাজে। মিষ্টি সুরে বাজে বাঁশি প্রাণ নেয় কেড়ে কাশফুল ধীরে ধীরে যায় উঠে বেড়ে। ShareTweetSharePinShare0 Shares ০ কমেন্ট 0 Facebook Twitter Google + Pinterest ShareTweetSharePinShare0 Shares মতামত দিন উত্তর বাতিল করুন Save my name, email, and website in this browser for the next time I comment.