নতুন আপডেটে হোয়াটস অ্যাপ গ্রুপ 

নতুন আপডেটে হোয়াটস অ্যাপ গ্রুপ 

২১ মার্চ মার্ক জাকারবার্গ হোয়াটস অ্যাপে একাধিক নতুন আপডেটের তথ্য দিয়েছেন। নতুন আপডেটে হোয়াটস অ্যাপ গ্রুপে এডমিনরা তাদের গ্রুপের প্রাইভেসির ক্ষেত্রে বেশি নিয়ন্ত্রণ পাবে। এছাড়া ব্যবহারকারীরাও কিছু সুবিধা পাবেন। কোনো কন্টাক্টের সঙ্গে কোন কোন গ্রুপে তারা আছেন তাও দেখা যাবে এখন থেকে।

গত বছর হোয়াটস অ্যাপ কমিউনিটিজ এর ঘোষণা দিয়ে একাধিক গ্রুপকে একটি বড় গ্রুপের আওতায় আনার সিদ্ধান্ত নেয়। বড় পরিসরের গ্রুপ হওয়ায় এডমিনদেরও নানা সময়ে হিমশিম খেতে হয়। কিন্তু নতুন আপডেটে কারা গ্রুপে জয়েন করবে তার ওপর এডমিনদের আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হচ্ছে।

যখনই কোনো এডমিন তার গ্রুপের লিংক শেয়ার করবে কিংবা কমিউনিটিতে গ্রুপ যুক্ত করবে তখন গ্রুপে অংশগ্রহণে আগ্রহীদের একটি তালিকা দেখা যাবে। পেন্ডিং তালিকা থেকে নতুন মেম্বারদের যুক্ত করার পাশাপাশি রিজেক্ট করারও সুযোগ থাকছে। তাছাড়া একে অপরের সঙ্গে মিউচুয়াল গ্রুপের ফিচার যুক্ত করায় অনেকে গ্রুপের নামও মনে করতে পারবে খুব সহজেই।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস