নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ঠিক ইতিহাস জানতে হবে

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গার বধ্যভূমি সংলগ্ন পার্কের জায়গা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, চিত্ত বিনোদনের পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানাতেই এই বধ্যভূমি পার্ক নির্মাণ করা হচ্ছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ঠিক ইতিহাস জানতে হবে।

আজকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে স্বাধীনতা বিরোধীরা উঠে পড়ে লেগেছে। দেশে গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃস্টি করছে। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশকে আরো উন্নয়নের শিখরে নিয়ে যেতে হবে।

বধ্যভূমি পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী, থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড: সালমুন আহম্মেদ ডন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাইফুর রহমান পিন্টু,

কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম অপু মোল্লা, যুবলীগ নেতা আহসান উল্লাহ, সাজ্জাদুল ইসলাম স্বপন, পৌর ছাত্রলীগ সভাপতি নয়ন সরকার, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রেজাউল হক তবা, জাহাঙ্গীর হেসেন, খন্দকার মজিবুল হক, ইউনিয়ন যুবলীগ নেতা টুটূল, ছাত্রলীগ নেতা নাহিদ হাসান তমাল, হাসানুজ্জামান হাসান, সাকিব, রকি প্রমুখ।