প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ৭:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২২, ৩:২২ অপরাহ্ণ
নতুন বছরের আশা – মোঃ আব্দুর রহমান
বিদায় নেয়া পুরান বছর
ভুলতে করি পণ,
সবাই মিলে শুরু করি
নতুন একটি সন।
মনের ঘরে বুনতে হবে
ভালোবাসার ফুল,
মিলেমিশে চললে পরে
আর হবেনা ভুল।
নতুন বছর নতুন আশায়
বাঁধবো মনের ঘর,
সুখে-দুঃখে থাকবো সবাই
কেউ হবেনা পর।