নতুন বছর নতুন খুশি, ভরুক সবার প্রাণ। গাইছে পাখি শাখে শাখে, নতুন ভোরের গান।
ফুটছে গোলাপ পাঁপড়ি মেলে, সবুজ পাতার ফাঁকে। নতুন বছর নতুন সাজে, সবাইকে আজ ডাকে।
প্রজাপতি উড়ছে দেখো, মেলে রঙিন ডানা। নতুন করে হারিয়ে যেতে, নেইযে কোনও মানা।