নবগঙ্গা নদীতে পানির গতি বৃদ্ধি করতে কচুরিপানা এবং আবর্জনা অপসারণ

ঝিনাইদহের ঐতিহ্যবাহী নবগঙ্গা নদী রক্ষা,নদীতে স্রোতের গতি বৃদ্ধি ও নির্মল জলধারা তৈরি করতে ঝিনাইদহের পৌর মেয়র সাইদুল করিম মিন্টু’র নেতৃত্বে এবং নবগঙ্গা রক্ষা পরিষদের সার্বিক সহযোগিতায় নবগঙ্গা নদী থেকে কচুরিপানা এবং আবর্জনা অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে।

আজ সোমবার সকাল ৮টার সময় এই কাজের শুভ উদ্বোধন করেন মেয়র সাইদুল করিম মিন্টু। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা মাসুদ আহম্মেদ সন্জুসহ ঝিনাইদহ নদীরক্ষা পরিষদের নেতৃবৃন্দ।মেয়র সাইদুল করিম মিন্টু ঝিনাইদহের কণ্ঠ প্রতিবেদক কে বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে, নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে আনার জন্য জরুরি ভিত্তিতে কচুরিপানা পরিষ্কারের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সম্পূর্ণরূপে অপসারণ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।